ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

কোভিড: দেশে মৃত্যু ৩, শনাক্ত ৩৭৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ৩ আগস্ট ২০২২ বুধবার

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩৭৫ জন। তবে, আগের দিনের চেয়ে সংক্রমণ কমেছে দশমিক ১৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৪২টি নমুনা পরীক্ষায় এই ৩৭৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৯৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। মঙ্গলবার করোনায় শনাক্তের হার ছিল ৭ দশমিক ৭২ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৩ শতাংশে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার ৩৪৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৬ হাজার ৩৬৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৭৪২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৭৫ জন। আগের দিন ৫ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৮৭ জন।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮৮ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৯৫ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৯২ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৯৮৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৯৭ জন। শনাক্তের হার ৪ দশমিক ৯৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৫ শতাংশ।

নতুন শনাক্ত ৩৮৭ জনের মধ্যে ১৯৭ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪১ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।

গত এক দিনে মারা যাওয়া তিনজনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা।

এএইচ