লেবাননের পথে ইউক্রেনের শস্যভর্তি প্রথম জাহাজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৫ এএম, ৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ইউক্রেনের বন্দর থেকে প্রতিদিন খাদ্যশস্যবাহী তিনটি করে জাহাজ ছেড়ে যাবে। এদিকে ওদেসা বন্দর থেকে ছেড়ে আসা শস্যভর্তি প্রথম জাহাজটি এখন লেবাননের পথে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, বিশ্বব্যাপী খাদ্য সংকট কাটাতে ইউক্রেনের বন্দরগুলো থেকে আরও বেশি জাহাজ চলাচলের আশা করছেন তিনি।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চুক্তির আওতায় বর্তমানে তিনটি বন্দর দিয়ে জাহাজ চলাচল শুরু হচ্ছে। এর আগে প্রতিদিন একটি করে জাহাজ ছাড়ার কথা বলা হলেও এখন তিনটি করে খাদ্যশস্যবাহী জাহাজ ছাড়ার কথা জানিয়েছে ইউক্রেন।
এদিকে ২৬ হাজার টনের বেশি ভুট্টা নিয়ে রাজোনি নামে জাহাজটি তুরস্কের ইস্তাম্বুলে পরীক্ষার পর রওয়ানা হয়ে গন্তব্য লেবাননেন পথে।
এসবি/