ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

শেয়ারের ক্রয়মূল্যে এক্সপোজার লিমিট: বাংলাদেশ ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪০ পিএম, ৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশে শেয়ারের ক্রয়মূল্যকে বাজারমূল্য ধরে ব্যাংকের বিনিয়োগসীমা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার এই নির্দেশ জারি করে ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি বরেছে, নির্দেশটি অবিলম্বে কার্যকর হলো।

এর মধ্য দিয়ে পুঁজিবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংকের রক্ষণশীল নীতি পরিবর্তনের যে আভাস পাওয়া যাচ্ছিল, সেটি আরও স্পষ্ট হলো।

২০১০ সালে পুঁজিবাজারে ধসের পর নানা সময় ব্যাংকে বিনিয়োগের সীমা বা এক্সপোজার লিমিট গণনা পদ্ধতি পাল্টানোর দাবি ছিল। কোনো শেয়ারের ক্রয়মূল্য বা বাজার মূল্যের মধ্যে যেটি বেশি, সেটি হিসাব করেই এই লিমিট গণনা করা হতো। এর ফলে শেয়ারের দর বেড়ে গেলে ব্যাংকগুলো তা বিক্রি করে দিতে বাধ্য হতো। ফলে বাজারে শেয়ারের বিক্রয়চাপ তৈরি হতো।

এ কারণে শেয়ারের ক্রয়মূল্য ধরে এক্সপোজার লিমিট নির্ধারণের দাবি ছিল। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিও এই সুপারিশ করে আসছিল। 

গত ১৮ জুলাই এক্সপোজার লিমিটের হিসাব পরিবর্তনে মতামত চেয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। গত মঙ্গলবার মন্ত্রণালয় থেকে ফিরতি চিঠিতে একটি কৌশলী মতামত দেয়া হয়।

এতে শেয়ারের ক্রয়মূল্যকেই বাজারমূল্য হিসেবে বিবেচনার মত দেয়া হয়। এর ফলে এক্সপোজার লিমিটের সংজ্ঞায় বাজারমূল্য থাকলেও কার্যত ক্রয়মূল্যতেই সেটি নির্ধারণের সুযোগ তৈরি হয়। কেন্দ্রীয় ব্যাংকও সেই মত মেনেই সিদ্ধান্ত জানিয়েছে।

এএইচএস