ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

মিরসরাইয়ে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় দগ্ধ হয়ে লামিয়া আক্তার নামের এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামাদার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন আজিজুল হক এবং নিহত শিশুটি তার সম্পর্কে নাতনি। ক্ষতিগ্রস্তের ছেলে মোহাম্মদ রাজিবের কন্যা।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মীর হোসেন জানান, গোলবক্স মুহুরী বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে আজিজুল হকের পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তার ১ বছর বয়সী এক নাতনী দগ্ধ হয় মারা যায়। এতে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

মিরসরাই ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিপেন্ডেবলের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানা যাবে।
কেআই//