ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু, গ্রেপ্তার ৪

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১০:২১ এএম, ৬ আগস্ট ২০২২ শনিবার | আপডেট: ১০:২৪ এএম, ৬ আগস্ট ২০২২ শনিবার

নওগাঁর মান্দা উপজেলার সদর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ময়েজ উদ্দিন সরদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা হলে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের ছেলে খোরশেদ আলম বাদী হয়ে শুক্রবার ১৪ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার পর বিকালে অভিযুক্তদের মধ্যে খাগড়া গ্রামের হাফেজ উদ্দিন (৪৫), রকিবুল ইসলাম রকি (২৫), নাজমুল হক (২২) ও জাহানারা বেগম (৫২)কে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ময়েজ উদ্দিন সরদার। 

অভিযোগে জানা গেছে, ওই গ্রামের হাফেজ উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে ময়েজ উদ্দিন সরদারের জমি সংক্রান্ত বিরোধ  বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে এনিয়ে তাদের মধ্যে কথা বাগবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে প্রতিপক্ষের হাফেজ উদ্দিন, রকিবুল ইসলাম রকি, নাজমুল হকসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ময়েজ উদ্দিন সরদারসহ তার পরিবারের উপর হামলা করে। 

এতে ময়েজ উদ্দীনসহ ৬ জন আহত হন। এদের মধ্যে ময়েজ উদ্দিনের অবস্থা গুরুতর ছিল। তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তিনি মারা যান। 

এ ঘটনায় আহত হয়ে বর্তমানে নাসিমা বেগম (৩২), মর্জিনা বেগম (৪০), মাসুদ রানা (৪৫), রাসেল রানা (৩৫) ও মেহেদী হাসান (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলার পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিরা পলাতক রয়েছে। তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এএইচ