ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

রাজবাড়ীতে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত, বিপাকে মানুষ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ৭ আগস্ট ২০২২ রবিবার

রাজবাড়ীতে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিম্নাঞ্চল ও চরাঞ্চলসহ বেশির ভাগ এলাকা এখন পানিতে প্লাবিত। 

প্রতিদিনই পানি বৃদ্ধি পাওয়ায় এসব এলাকার নতুন নতুন ফসলী জমি ও রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। এতে দুর্ভোগ ও কষ্ঠে জীবন যাপন করছেন প্লাবিত সাধারণ মানুষ।

এসব অঞ্চলে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে চরমে।

ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, চরের বিভিন্ন ক্ষেতে রোপা আমন ধানসহ নানা ধরনের সবজী ও ফসল আবাদ করেছেন। পানি বাড়ার কারণে এসব ফসল এখন পানিতে তলিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। গত এক সপ্তাহের বেশি পানিতে অনেক সবজী ও ফসল তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে। 

এতে মারাত্মক ক্ষতির মধ্যে পরেছেন কৃষকেরা।

এএইচ