ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

শুরুতেই ২ উইকেট নেই জিম্বাবুয়ের

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ৭ আগস্ট ২০২২ রবিবার

হাসান মাহমুদের হুঙ্কারে ইনিংসের শুরুতেই বিপদ দেখছে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম এবং তৃতীয় ওভারে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছেন এই  তরুণ পেসার। তার বোলিং তোপে মাত্র ১৩ রানেই ২ উইকেট খুইয়েছে স্বাগতিকরা।

মুস্তাফিজুর রহমান চোটের কারণে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দলে নেই, তার জায়গায় সুযোগ পেয়েছেন হাসান। আর এই সুযোগ দুই হাতে লুফে নেওয়ার যেন তৈরি ছিলেন এই পেসার। তামিম ইকবাল ইনিংসের প্রথম ওভারেই তার হাতে বল তুলে দেন। ওভারের তৃতীয় বলেই ওপেনার তাকুদ জাওয়ানাশেকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। নিজের দ্বিতীয় ওভারে সিরিজের প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়াকেও সাজঘরের পথ দেখিয়েছেন হাসান। তাকুদের মতো কাইয়াও উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন, আউট হওয়ার আগে ৮ বলে করেছিলেন মোটে ৭ রান।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং করে তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রান তুলেছিল বাংলাদেশ।

এসবি/