ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

পঞ্চাশ পেরোনোর আগেই চার উইকেট নেই জিম্বাবুয়ের

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৭:০২ পিএম, ৭ আগস্ট ২০২২ রবিবার

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুরুতে ব্যাটিং করে ৯ উইকেটে ২৯০ রান তুলেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে বল হাতে নিজের প্রথম দুই ওভারেই উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ। পরে আঘাত হেনেছেন স্পিনার মিরাজ মিরাজ ও তাইজুল ইসলাম। তাইকানো, ইনোসেন্ট কায়া ও মাধেভেরে ও মারুমানি সাজঘরে ফিরেছেন। 

এর আগে বাংলাদেশ দলের হয়ে ৮৪ বলে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। তিনটি চার ও তিন ছক্কায় ওই হার না মানা ইনিংস সাজান তিনি। ওপেনার তামিম ৪৫ বলে দশটি চার ও এক ছক্কায় ৫০ রান করেন। 

এছাড়া আফিফ হোসেন ৪১ বলে চারটি চারে ৪১ রান করেন। ওপেনার এনামুল ২০, তিনে নামা শান্ত ৩৮ এবং চারে নামা মুশফিক খেলেন ২৫ রানের ইনিংস। সেট ওই চার ব্যাটারের কেউ বড় ইনিংস খেলতে পারলে বাংলাদেশের সংগ্রহ আরও বড় হতো। 

জিম্বাবুয়ের হয়ে দুই স্পিনার সিকান্দার রাজা ও মেধেভেরে ভালো বোলিং করেছেন। রাজা ৫৬ রানে তিনটি এবং মাধেভেরে ৪০ রানে নিয়েছেন ২ উইকেট। পেসার নায়োচি ও চাভিঙ্গা একটি করে উইকেট নেন।

এসবি/