ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

লঞ্চ ভাড়া শতভাগ বাড়ানো অযৌক্তিক, নতুন ভাড়া নির্ধারণ বুধবার

মাহমুদ হাসান

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ৮ আগস্ট ২০২২ সোমবার | আপডেট: ০৮:৫৩ পিএম, ৮ আগস্ট ২০২২ সোমবার

লঞ্চ মালিকদের শতভাগ ভাড়া বৃদ্ধির প্রস্তাবে গঠন করা হয়েছে ওর্য়াকিং কমিটি। ৭ সদস্যর এই কমিটি নৌ রুটে লঞ্চের ভাড়া নির্ধারণে কাজ করবে। বুধবার পুণর্নিধারণ করা হবে ভাড়া। আজ সচিবালয়ে ডিজেলের দাম ৪১ শতাংশ বেড়ে যাওয়ায় লঞ্চ মালিকদের সাথে বৈঠকে বসে নৌ মন্ত্রণালয়। শতভাগ ভাড়া বাড়ানোর প্রস্তাবকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন নৌ সচিব। নৌ রুটে পার কিলোমিটার ভাড়া ২ টাকা ৩০ পয়সা। জ্বালানি বৃদ্ধির ফলে সেই ভাড়া ৪ টাকা ৬০ পয়সা করার প্রস্তাব দেয়া হয়। 

সকালে ডিজেলের দাম বৃদ্ধিতে লঞ্চের ভাড়া নিয়ে সচিবালয়ের নৌ মন্ত্রণালয়ের সভা কক্ষে বৈঠকে বসেন মালিক পক্ষ ও নৌ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল। 

বৈঠকে মালিক পক্ষ নৌ রুটের ভাড়া শত ভাগ বৃদ্ধির প্রস্তাব করেন। তারা বলেন একদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি অন্যদিকে পদ্মা সেতুর কারণে যাত্রি না পেয়ে আর্থিক লোকশান গুনতে হচ্ছে তাদের।

বলেন, “যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে সেহেতু আমাদের যাত্রী সংখ্যা কমে গেছে, এ অবস্থায় যদি আমাদের যাত্রী সেবাটা একটু বাড়িয়ে দিতে পারি, তাহলে শতভাগ বাড়ানো যায়।“

মালিকদের ভাড়া বৃদ্ধি প্রস্তাব অযৌক্তিক মনে করে নৌ মন্ত্রণালয়। ভাড়ার হার বেশি হওয়ায় কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য গঠন করা হয় ওয়ার্কিং কমিটি। নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম ফেরদৌস আলম কমিটি প্রধান। 

নৌ মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল বলেন, “তারা প্রস্তাব দিয়েছে শতভাগ বৃদ্ধির, সেখানে তারা বলছে মোবিল ডিজেলের দাম বেড়েছে, তবে এগুলোর দাম তো আর নতুন বাড়েনাই। তবে ভাড়া পুন:নির্ধারণ হবে এবং তা রিজনেবলভাবেই হবে।“

বুধবারের মধ্যে ভাড়া পুণনির্ধারণ করে গেজেট প্রকাশ করা হবে বলে জানান নৌ পরিবহন সচিব।

এসবি/