অস্থির বরিশালের পাইকারি ও খুচরা বাজার (ভিডিও)
খুরশীদ আলম মুকুল
প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১০ আগস্ট ২০২২ বুধবার | আপডেট: ১২:৪০ পিএম, ১০ আগস্ট ২০২২ বুধবার
জ্বালানী তেলের মূল্য বৃদ্বির প্রভাব পড়েছে বরিশালের পাইকারি ও খুচরা বাজারে। গেল দু’দিন ধরে বাজারে কম আসছে কাঁচা শাকসবজি বোঝাই ট্রাক। সাথে বেড়েছে নিত্যপণ্য চাল, তেলসহ মাছ মাংসের দাম।। খরচের হিসেব মেলাতে হিমশিম ক্রেতাদের।
বরিশালের একমাত্র পাইকারি কাঁচা বাজারে আগে আসতো শতাধিক নানা ধরনের সবজি বোঝাই ট্রাক সেখানে এখন আসছে হাতে গোনা কয়েকটি। সরবরাহ কম থাকায় পাইকারী বিক্রেতারা বেশি দামে পণ্য কেনায় প্রভাব পড়ছে খুচরা বাজারে।
ব্যবসায়ীরা বলছেন, যশোর থেকে বরিশালে একটা গাড়ির ভাড়া ছিল ১৪ হাজার টাকা, এখন সেটা বেড়ে হইছে ২১ হাজার টাকা, এখন কী করবো, চলতে তো হবে।"
এতে মূল ভুক্তভোগী নিম্ন আয়ের মানুষেরা।
শুধু কাঁচাবাজারেই নয় মাছের বাজারেও পড়েছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব। ব্যবসায়ীরা জানান নদীতে ট্রলার কম যাওয়ায় মাছ আসছে কম।
একজন ব্যবসায়ী বলেন, "অনেক ব্যবসয়ী লোকসানের ভয়ে কম মাল কিনছেন, এতে ক্যারিং কস্ট আরও বেড়ে যাচ্ছে।"
গরুর মাংসের দামও গেছে বেড়ে । বিক্রি হচ্ছে সাড়ে ৭শ থেকে ৮শ টাকায়। মুরগী কেজি প্রতি বেড়েছে ১০ টাকা। চাল প্রতি বস্তায় বেড়েছে দু’শ থেকে তিনশ টাকা।
নিত্যপণ্যের দাম নাগালের ভেতর রাখতে বাজার মনিটরিংয়ের দাবী ক্রেতাদের।
এসবি/