ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

এক যুগ পর ৪ সন্তানের জন্ম হলেও বাঁচেনি কেউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ১০ আগস্ট ২০২২ বুধবার | আপডেট: ০৫:৫৭ পিএম, ১০ আগস্ট ২০২২ বুধবার

বিয়ের এক যুগ পর এক সঙ্গে ৩ ছেলে ও ১ কন্যার জন্ম দেন রিতা রানী নামে এক গৃহবধূ। কিন্তু জন্মের পরপরই মারা যায় নবজাতক ওই চার শিশু সন্তান। নাটোরের বড়াইগ্রামের ঋষিপাড়া গ্রামে এই শিশু সন্তানের জন্ম হয়। মঙ্গলবার রাতে ওই চার নবজাতক ভূমিষ্ঠ হয়। জন্মের পরপরই ফুটফুটে ৪ জমজ নবজাতক শিশুর মৃত্যু হয়।

নবজাতকের বাবা নিখিল চন্দ্র দাস জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তার স্ত্রী রিতা রানী দাস বাড়িতেই তিন ছেলে ও এক মেয়ে শিশুর জন্ম দেন। জন্মের পরপরই শিশুগুলোর অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে বনপাড়া আমিনা হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক নবজাতক ওই চার শিশুকে মৃত ঘোষণা করেন। বিযের ১২ বছর পরে তার স্ত্রী এক সঙ্গে ওই চার শিশুর জন্ম দেয়। 

আমিনা হাসপাতালের চিকিৎসক ডাঃ আনসারুল ইসলাম জানান, নবজাতকগুলি অপরিণত অবস্থায় ভূমিষ্ঠ হওয়ায় তাদের মৃত্যু হয়েছে। মাত্র ২৫ সপ্তাহে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হয়েছিল।
কেআই//