ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

বন্ধুর সাথে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, শাবি ছাত্রী আইসিইউতে

শাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:১০ পিএম, ১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রী। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল। তিনি বলেন, বুধবার রাতে ওই ছাত্রী মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। 

আহত ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।  

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল তাকে দেখতে হাসপাতালে যান।

আহত শিক্ষার্থীর সহপাঠী সাজ্জাদুল ইসলাম বলেন, “আমরা দুটো মোটরসাইকেলে চারজন বন্ধু ঘুরতে গিয়েছিলাম। আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট রোডে রাস্তা উঁচুনিচু থাকায় মোটরসাইকেলের পেছন থেকে ওই ছাত্রী পড়ে যান। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।”

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইসলাম নাবিল জানান, দুর্ঘটনায় মাথার ডানদিকে আঘাত পেয়েছেন শিক্ষার্থী। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, এখনও তার জ্ঞান ফেরেনি। তার অবস্থা আশঙ্কাজনক। 
৭২ ঘণ্টার মধ্যে তার জ্ঞান না ফিরলে পরবর্তীতে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই চিকিৎসক।

এএইচ/