বিএমএফ নির্বাচন ২০ আগস্ট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৩১ পিএম, ১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৩৩ পিএম, ১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
বাংলাদেশ মিউজিশিয়ান্স ফাউন্ডেশনের (বিএমএফ) নির্বাচন আগামী ২০ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। নির্বাচনে যেকোনো পদে প্রার্থী হতে পারবেন সংগঠনের সদস্যরা।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়ন ফরম পূরণ করে আগামী ১৫ আগস্ট বেলা ১১টার মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ আগস্ট বেলা ১১টা। ফরম সংগ্রহ ও বিস্তারিত জানতে ০১৮১৭৫২৯২৬৬ অথবা ০১৭১১৩১০৮৮৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
গত ৭ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএমএফের সাধারণ সভা শেষে নির্বাচনের মনোনয়ন ফরম প্রার্থীদের হাতে তুলে দেন বরেণ্য সঙ্গীতজ্ঞ শেখ সাদী খান, মো. শাহনেওয়াজ, মো. আলাউদ্দিন মিয়া, মানাম আহমেদ এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি গাজী আব্দুল হাকিম।
এসি