হাবিপ্রবিতে ১০ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৫১ পিএম, ১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ১০ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে ১০ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জমা দেন।
১০ দফা দাবিগুলো হলো: ক্রেডিট ফি কমানো, আবাসিক হলে প্রতি ফ্লোরে বিশুদ্ধ পানি সরবরাহ, আবাসিক হলে ফ্রি-ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন, পরিবহন সংকট দূরীকরণ, প্রধান ফটক ও প্রথম ফটকে ওভার ব্রিজ নির্মাণ, মেসের শিক্ষার্থীদের সিট ভাড়া সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা গ্রহণ, সেমিস্টার এর নামে অযাচিত ফি আদায় বন্ধকরণ, শিক্ষার্থীদের প্রাপ্য উপবৃত্তির টাকা দ্রুত প্রদান, সেশনজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, যথাসময়ে সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রদান।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে ছাত্রনেতারা সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের এ দাবি সাধারণ শিক্ষার্থীদের সমস্যা নিয়ে আগামী ১ সেপ্টেম্বর এর মধ্যে আমরা এ সকল দাবির বাস্তবায়ন চাই। অন্যথায় আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আবারও অবস্থান কর্মসূচি পালন করবো।
১০ দফা দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন আন্তরিক এবং এর মধ্যে অনেক বিষয় নিয়ে কাজ চলমান রয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন বিবেচনা করবে।
এসি