ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

চিকিৎসককে মারধর, ঢামেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ১০:০০ পিএম, ১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। ইণ্টার্ন চিকিৎসক সাজ্জাদ হোসেনকে মারধরের পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় না আনায় কর্মবিরতির ডাক দিয়েছিলেন তারা। এতে ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা।

গত সোমবার রাত ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঢাকা মেডিকেলের ইণ্টার্ন চিকিৎসক সাজ্জাদ হোসেনের ওপর হামলা হয়। পরদিন চিকিৎসক সাজ্জাদ হোসেন শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন।

পরে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইণ্টার্ন চিকিৎসক পরিষদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কতৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষের কাছেও তদন্ত পূর্বক বিচারের আবেদন করেন তারা। 

হাসপাতালের ইণ্টার্ন চিকিৎসক পরিষদের নেতারা জানিয়েছেন, ঘটনার ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো অপরাধীকে শনাক্ত করা হয়নি।

এরই প্রতিবাদে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ইণ্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) দোষীদের শনাক্ত করে বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইণ্টার্ন চিকিৎসক পরিষদ। 

এনএস//