ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঙ্গে শিফট ফিন্যান্সিয়াল সার্ভিসেসের চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩ পিএম, ১৩ আগস্ট ২০২২ শনিবার | আপডেট: ১২:১৪ পিএম, ১৩ আগস্ট ২০২২ শনিবার

প্রবাসীদের অর্থ অতি সহজে এবং দ্রুততম সময়ে প্রেরণের জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও শিফট ফিন্যান্সিয়াল সার্ভিসেসের মধ্যে রেমিট্যান্স ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে শিফট ফিন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান কার্যালয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ও শিফট ফিন্যান্সিয়ালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহান্নাদ ফৌজি মাহরাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

এখন থেকে প্রবাসীরা শিফট ফিন্যান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটে অতি সহজেই প্রিয়জনের কাছে রেমিট্যান্স পাঠাতে পারবেন। যা নগদ উত্তোলন এবং ব্যাংক হিসাবে সরাসরি জমাদান উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। (বিজ্ঞপ্তি)

এএইচ