ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ছাত্র বলাৎকারের মামলায় শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:০২ এএম, ১৪ আগস্ট ২০২২ রবিবার

মো. দুলাল মিয়া

মো. দুলাল মিয়া

নারায়ণগঞ্জের বন্দরে ৫ম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

উপজেলার পশ্চিম বন্দরের স্বল্পেরচর এলাকায় ৫৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শনিবার বিকেলে তাকে আটক করা হয়। পরে রাত ৯টার দিকে শিশুটির বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।  

প্রত্যক্ষদর্শী জানান, স্কুলের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে সেখানে শালিস চলছিল। এক পর্যায়ে স্থানীয়রা ওই শিক্ষকের উপর চড়াও হয়। এরপর তাকে মারধর করে। তখনি পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রাত ৯টার দিকে তার বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা। 

বন্দর থানার পুলিশ পরির্দশক আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, ১৩ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে স্কুলের ভেতরে এলাকার লোকজন অবস্থান নিয়েছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেখানে এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়লে ওই শিক্ষককে থানায় আনা হয়। পরে ওই ছাত্রের বাবা মামলা করেছেন শিক্ষকের বিরুদ্ধে। 

গ্রেপ্তারকৃত ওই শিক্ষকের নাম মো. দুলাল মিয়া (৪৫)। তিনি বন্দরের স্বল্পেরচর এলাকার মৃত আ. বারেক মিয়ার ছেলে এবং ৫৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা বলেন, ছেলেটির বাবার করা মামলায় ওই সহকারী শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।

এনএস//