জোয়ারের পানিতে রাঙ্গাবালীর পাঁচ গ্রাম প্লাবিত
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত : ১১:৫১ এএম, ১৪ আগস্ট ২০২২ রবিবার | আপডেট: ১১:৫৪ এএম, ১৪ আগস্ট ২০২২ রবিবার
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব ও পূর্ণিমার জোয়ারে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পাঁচ গ্রাম পানিতে প্লাবিত হয়েছে।
শনিবার রাতে টানা পাঁচ ঘন্টার জোয়ারে বন্যা নিয়ন্ত্রক ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে ওইসব এলাকায় পানি ঢুকে প্লাবিত হয়।
চালিতাবুনিয়া, গরুভাঙ্গা, চিনাবুনিয়া, চরআন্ডা ও ছোটবাইশদিয়া ইউনিয়নের লঞ্চঘাটসহ নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। যার কারণে ওই এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। যদিও ভাটায় সে পানি নেমে যাওয়ায় কিছুটা দুর্ভোগ কমেছে তাদের।
শঙ্কা করা হচ্ছে, দিনের জোয়ারে আবারও পানি বৃদ্ধি পাবে। এদিকে টানা বৃষ্টি এবং জোয়ারের পানিতে তলিয়ে রয়েছে আমনের ক্ষেত। ভেসে গেছে ঘের ও পুকুরের মাছ।
এলাকাবাসীরা জানান, ভাঙ্গা বাঁধ নির্মাণ না করায় জোয়ারের পানিতে নিচু এলাকাগুলো প্লাবিত হচ্ছে।
লঘুচাপের ফলে পায়রাসহ সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উপজেলা কৃষি ও মৎস্য বিভাগের তথ্য মতে, গত তিন দিনের বৃষ্টি এবং জোয়ারের পানিতে ২৬টি মাছের ঘের এবং ১০৫টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও আবাদ করা ৬৫০ হেক্টর আমন এবং ১৮১৮ হেক্টর আমনের বীজতলা পানিতে নিমজ্জিত রয়েছে।
এএইচ