ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

যেখানে গেলে কেউ ফিরে আসেনা! (ভিডিও)

স্মৃতি মন্ডল

প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৪ আগস্ট ২০২২ রবিবার

রহস্যে ঘেরা ভারতের আসাম রাজ্যের কামরূপ কামাখ্যা। আছে নানা গল্প। কথিত আছে, ডাকিনী, যোগীনী আর তান্ত্রিকদের জায়গা কামরুপ কামাখ্যা। সনাতন ধর্মাবলম্বীদের মতে, চার আদি শক্তিপীঠের মধ্যে অন্যতম এইা মন্দির।

আসামের গোহাটির নীলাচল পাহাড়ের চূড়ায় কামরুপ কামাখ্যা মন্দির; নামের সাথেই জড়িয়ে আছে রহস্য আর লৌকিক গল্প। 

জনশ্রুতি আছে, এখানে গেলে কেউ ফিরে আসেনা, জাদুকররা তাদের বন্দী করে বিভিন্ন কাজ করায়, নয়তো ভেড়া, গরু, ছাগল বানিয়ে রেখে দেয়। 

তবে বাস্তবে এমন কিছুর দেখা মেলেনি কামরুপ কামাখ্যায়। নীলাচল পাহাড়ের পাদদেশে জনবসতি আর চূড়ায় উঠে যাওয়া পথের দুই পাশে শত শত দোকান। যেখানে পূজার সামগ্রী ও সৌখিন জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা।

একান্ন সতীপীঠের অন্যতম এবং চার আদি শক্তিপীঠের মধ্যে কামাখ্যা মন্দিরের বিশেষ গুরুত্ব রয়েছে; কারণ পৌরাণিক কাহিনী অনুযায়ী, দেবী সতীর গর্ভ এবং যোনী এখানে পতিত হয়েছিল।

দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বলা হয়। মন্দির চত্বরে দশ মহাবিদ্যার মন্দির রয়েছে। কামাখ্যা মন্দিরের মূল অংশটি মন্দিরের মধ্যে পাহাড়ের গুহার ভেতরে। কামাখ্যায় পূজা করলে সব ইচ্ছে পূরণ হয়- এমটাই বিশ্বাস সনাতন ধর্মালম্বীদের।

তাই তো, দুর্গাপূজাসহ সব বড় উৎসবের সময় সাধু সন্ন্যাসীদের সমাগম বাড়ে এই মন্দিরে।

এনএস//