সৌদি সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০৩ পিএম, ১৪ আগস্ট ২০২২ রবিবার
কোভিড পরবর্তী ফের বিদেশ সফর শুরু করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একটি জনপ্রিয় ব্রিটিশ দৈনিকে সম্প্রতি প্রকাশিত হয়েছে যে, অল্প কয়েকদিনের মধ্যেই সৌদি আরব সফরে যেতে চলেছেন চীনের প্রেসিডেন্ট।
অবশ্য চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্রকে এই সফরের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তার কাছে এমন কোনও তথ্য নেই। চীন এই সফরের বিষয়টিকে অস্বীকার করতে চাইলেও, সৌদি আরব যে ভাবে তাদের চীনা অতিথিকে বরণ করে নেওয়ার তোড়জোড় চালাচ্ছে, তাতে জল্পনার মাত্রা আরও বেড়েছে।
জল্পনা তৈরি হয়েছে আরও একটি কারণেও। চীনের কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্র অনুযায়ী কে দল এবং দেশের কর্ণধার হবেন, তা নির্ধারিত হয়ে যায় পার্টি কংগ্রেসে। চলতি বছরের নভেম্বর মাসে সে দেশে যোড়শ পার্টি কংগ্রেস হওয়ার কথা। কিন্তু তার আগেই যখন জিনপিং বিদেশ সফরে বেরোচ্ছেন, তখন অনেকেরই অনুমান চীনের মসনদে আরও একবার তিনিই বসতে চলেছেন।
শুধু তাই-ই নয়, পার্টির নীতিনির্ধারকমণ্ডলী পলিটব্যুরোতেও শি তার অধিকাংশ আস্থাভাজনকেই জায়গা দিতে পারবেন বলে শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে আরও একবার একাধারে পার্টির সাধারণ সম্পাদক এবং দেশের প্রেসিডেন্ট হতে চলেছেন শি। সেই আত্মবিশ্বাসের ছাপটাই কি দেখা যাবে তার সৌদি সফরে?
এমনিতেও সৌদি আরব চীনের নির্ভরযোগ্য মিত্র দেশ। দেশে বিদ্যুতের বিপুল চাহিদা মেটানোর জন্য চীন সৌদি থেকে আমদানি করা জ্বালানির উপর নির্ভরশীল। সৌদির রাজ-সিংহাসনে মহম্মদ বিন সালমান আসীন হওয়ার পর থেকে দুই দেশের বোঝাপড়া আরও নিবিড় হয়েছে। তাই কোভিড-উত্তর প্রথম বিদেশ সফরে শি সৌদিকেই বেছে নিয়েছেন।
বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, খুব সম্ভবত নভেম্বরের জি-২০ বৈঠকেও অংশগ্রহণ করতে চলেছেন চীনা প্রেসিডেন্ট। সবকিছু ঠিকঠাক চললে এই বৈঠক চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে একান্ত বৈঠকে বসতে পারেন শি। অবশ্য চীনের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, তা ঠিক হবে ২০২৩-এর পিপলস কংগ্রেসে।
তবে যে ভাবে আসন্ন বিভিন্ন সফর কিংবা আন্তর্জাতিক বৈঠকে শি-এর অংশগ্রহণ করার খবর পাওয়া যাচ্ছে, তাতে শি ক্ষমতার ফেরার বিষয়ে সম্পূর্ণ আশাবাদী বলেই মনে করা হচ্ছে। শি-এর পূর্বসূরীদের ক্ষেত্রেও দেখা গিয়েছে, যাঁরা ক্ষমতায় ফেরার বিষয়ে নিঃসন্ধিগ্ধ, তাঁরাই আগাম সফরসূচি ঘোষণা করে দিয়েছিলেন। শি তা না করলেও, এই বছরের শেষভাগে তিনি যে ঠাসা আন্তর্জাতিক সফরে ব্যস্ত থাকবেন, বিভিন্ন সংবাদসূত্রে তেমনটাই জানা যাচ্ছে। সূত্র: আনন্দবাজার
এসি