ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

স্মার্ট ফোনের এক ক্লিকেই জুয়ার রাজ্য, প্রতারণায় সয়লাব (ভিডিও)

আদিত্য মামুন

প্রকাশিত : ০৯:১৪ পিএম, ১৪ আগস্ট ২০২২ রবিবার | আপডেট: ০৯:৫৬ পিএম, ১৪ আগস্ট ২০২২ রবিবার

অনলাইন জুয়ায় পর্যুদস্ত দেশ। মানি লন্ডারিং, সামাজিক অবক্ষয় ও ব্যক্তি পর্যায়ে সব হারিয়ে নিঃস্ব হবার ঘটনাও ঘটছে অহরহ। ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়ার আসর সরগরম থাকলেও নেই যথাযথ আইন। 

তথ্য-প্রযুক্তির বিকাশের সঙ্গে বদলেছে বিনোদন ও খেলাধুলোর সংজ্ঞা। এখন অনলাইনেই মিলছে নানান মাধ্যম। যাতে আবার জুয়ার আসরও জমজমাট। স্মার্ট ফোনের এক ক্লিকে অনেকে পৌঁছে যাচ্ছেন জুয়ার রাজ্যে। রয়েছে নানান ধরণের প্রলোভন।

বিশ্বব্যাপী কারা পরিচালনা করছে এই নেটওয়ার্ক! অন্তর্জালের অন্ধকার দুনিয়া ছাড়াও ফেইসবুকে বিজ্ঞাপনও চলছে রীতিমতো। যাতে হাত বদল হচ্ছে কোটি কোটি টাকা। 

দেশব্যাপী আইনশৃঙ্খলারক্ষাকারি বাহিনীর অভিযানে ২০১৯ সালে ক্যাসিনো বন্ধ হলেও অনলাইনে তা ছয়লাব।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক এই অস্বস্তি কে ঘিরে দরকার আন্তর্জাতিক আইন।

তথ্য-প্রযুক্তি বিষয়ক সিনিয়র সাংবাদিক রাশেদ মেহেদী বলেন, “সাইবার স্পেস এখন যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড এবং একটা দেশে বসে আরেক দেশে অপরাধ করা যায়, তাহলে আইনটা এমন হতে পারে, আজ যেই দেশেই সে অপরাধ করুক না কেনো, যে দেশে অবস্থান করবে সে দেশের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকবে।“ 

মাদকসেবি, নারী উত্তক্ত্যকারি, ছিনতাইকারি, কিশোরগ্যাং আর টিকটকাররা নানাভাবে আসক্ত জুয়ায়। 

এ বিষয়ে রাশেদ মেহেদী বলেন, “বাংলাদেশে এসব করা হয় মূলত প্রতারণার জন্য। কেউ যদি বিনোদনের জন্য খেলে, তাহলে সেখানেও সরকারের একটা পলিসি করে ফেলা উচিত।“

আঞ্চলিক ও প্রাতিষ্ঠিানিক নীতি লঙ্ঘণের কথা উল্লেখ করলেও ফেইসবুকের মতো প্রতিষ্ঠানব্যবহার করছে জুয়াড়িরা। 

বাংলাদেশে ফেইসবুকের আইনজীবী মোকছেদুল ইসলাম বলেন, “বেশিরভাগ দেশেই এটাকে একটা বিনোদন ধরা হয়, সুতরাং এটাকে যদি বন্ধ করতে চাওয়া হয় তাহলে আমি সহজ কোনো পথ দেখিনা। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী কমপ্লেইন করলে কিছুটা সম্ভব হবে কিন্তু সেটা তাদের গাইড লাইনে পড়তে হবে।“ 

কিছু সাইটে বিধিনিষেধ রয়েছে। এরপরও নজর এড়ানো যায় এমন সব অ্যাপ বা মাধ্যম ব্যবহার করে জুয়া আর ক্রেডিটকার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাচার চলছে সমানতালে।

মোকছেদুল ইসলাম বলেন, “ফেইসবুক বন্ধ করে দিলেই কি এগুলো বন্ধ হয়ে যাবে? যাবেনা। আরেকজন দাঁড়ায়ে যাবে, এধরণের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি কম আছে? অনেক আছে।“ 

দেশীয় খেলাধুলো আর শিল্প সংস্কৃতির সুদিন ফিরলে বন্ধ হতে পারে অনলাইন জুয়া। অঙ্কুরে বিনষ্ট হওয়া নতুন প্রজন্মের মাঝে ফিরবে সৃজনশীলতা এমনই মত সবার। 

এসবি/