দ্রতই ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন মুনিম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১৫ আগস্ট ২০২২ সোমবার
দুই ক্যারিবীয় কিংবদন্তী গেইল ও ব্রাভোর সঙ্গে মুনিম
আচমকা মেঘ হয়ে আকাশে উড়ার পর বৃষ্টির মতো ঝরে পড়া- জাতীয় দলে মুনিম শাহরিয়ারের অভিজ্ঞাতাটা ঠিক এমনই। ঘরোয়া ক্রিকেটে মারকুটে ব্যাটিং করে কিছুদিন আগেই লাল সবুজের জার্সি গায়ে তুলেছিলেন এই তরুণ। বাজে ফর্মের কারণে বাদ পড়তেও বেশি সময় লাগেনি।
তাতে অবশ্য আত্মবিশ্বাসে ভাটা পড়েনি ময়মনসিংহের এই ব্যাটারের। আবারও শীর্ষ পর্যায়ে ফেরার বার্তা দিলেন তিনি।
যুব বিশ্বকাপের পর দীর্ঘদিন নিজেকে হারিয়ে খুঁজেছেন মুনিম। অবশেষে প্রথমবারের মতো পাদপ্রদীপের আলোয় আসেন ঢাকা প্রিমিয়ার লিগ- ডিপিএলের ২০২১ সালের আসরে। সেবার টি-টোয়েন্ট ফরম্যাটে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটিতে ১৪৩ স্ট্রাইকরেটে ৩৫৫ রান করেন মুনিম।
তবে, মুনিমের জাতীয় দলে সুযোগ পাওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের সবশেষ আসর। ফরচুন বরিশালের হয়ে দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল এই আসরে করেছিলেন মারকাটারি ব্যাটিং। ছয় ইনিংসে এই ওপেনারের উইলো থেকে আসে ১৭৮ রান। ১৫২ স্ট্রাইকরেটের কারণেই তার প্রতি বাড়তি আকর্ষণ ছিল নির্বাচকদের।
অবশেষে গত মার্চে স্বপ্ন পূরণ হয় মুনিমের। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। তবে প্রতিদান দিতে পুরোপুরি ব্যর্থ হন। আফগানদের বিপক্ষে দুই ম্যাচে করেন মাত্র ২১ রান।
এরপর ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে সফরের দুই সিরিজে আরও তিনটি টি-টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব করেছেন। সবমিলিয়ে পাঁচ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে সাকুল্যে ৩৪ রান। ফলশ্রুতিতে আসন্ন এশিয়া কাপের দল থেকে বাদ পড়েন মুনিম।
নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় মুনিম লিখেছেন, ‘আমি কারও সহানুভূতি নিতে চাই না। আমি আবারও উড়ব। হয়তো আজকে, কালকে, নয়তো পরদিন কিংবা তার পরদিন। শুধু আমি আর আমার আল্লাহই জানেন আমি ঠিক কোথায় আছি। আর কেউ জানুক না জানুক, সেটা কোনো বিষয় নয়। আশা রাখি সবাই একদিন দেখবে যে, আমি পারি। ইনশাআল্লাহ শিগগিরই ঘুরে দাঁড়াব।’
এনএস//