ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জাতীয় শোক দিবসে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ১৫ আগস্ট ২০২২ সোমবার

পরম শ্রদ্ধায় ও ভালোবাসায় আজকের দিনে মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১ বঙ্গবন্ধুসহ সকলকে স্মরণ করছে যাঁদেরকে ১৫ আগস্ট এক ঘৃণ্য চক্রান্ত চরিতার্থ করতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।

বাংলাদেশের আদর্শিক ভিত্তিকে ভেঙ্গে একটি সাম্প্রদায়িক, অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার যে পরিকল্পনা চক্রান্তকারীরা করেছিল, তা সাময়িকভাবে থিতু হয়েছিল মাত্র। জাতি শেষ পর্যন্ত রুখে দাঁড়িয়ে ফিরিয়ে এনেছিল গণতন্ত্র, ফিরিয়ে এনেছিল বাঙালির ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের আদর্শিক ভিত্তি।

তবে অসাম্প্রদায়িক, ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ এখনও আমরা ফিরে পাইনি, কারণ মুক্তিযুদ্ধের পরাজিত সাম্প্রদায়িক শক্তি প্রতিশোধ নিতে আজ ৫১ বছর পরেও তৎপর। এখনও আমাদের প্রথম ও মৌলিক সংবিধানের যে চার মূলনীতি, তা বাস্তবায়িত হয়নি। সাংবিধানিকভাবে এখনও বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। সাম্প্রদায়িক শক্তির উষ্কানিতে বারবার আক্রান্ত হচ্ছে সন্ধ্যালঘু ধর্মীয় সম্প্রদায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠী।

এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ নয়। বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন, ধর্মনিরপেক্ষ মানে ধর্মহীনতা নয়। বঙ্গবন্ধু ও আমাদের শহীদ উত্তরসুরীদের আদর্শে লালিত প্রজন্ম ৭১ এই ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ ফিরে পেতে সমমনা সকল সংগঠনের সাথে নতুন উদ্যমে উদ্যোগ গ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ হোল। এবারের শোক দিবসে এটাই শহীদ সন্তানদের অধিকার।

দিনের কর্মসূচি হিসেবে আজকে সকালে প্রজন্ম ৭১ ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর শেষ বাসভবনের প্রাসনে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে. 
কেআই//