৯৯৯ নম্বরে কলে উদ্ধার সাগরে ভাসতে থাকা ১৩ জেলে
মোংলা প্রতিনিধি
প্রকাশিত : ০৮:২৫ এএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার
বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব সুন্দরবন বিভাগের শ্যালা চর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ট্রলার থেকে ১৩ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড। ৯৯৯ নম্বরে কল দিয়ে বিপদের কথা জানান তারা।
সোমবার (১৫ আগস্ট) বিকালে এ তথ্য জানান কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান। ভাসতে থাকা এফবি ‘ছোট হুজুরের দোয়া’ ট্রলারের জেলেরা রোববার রাত ১১টার দিকে বৈরি আবহাওয়ায় বিপদে পড়েন।
৯৯৯ নম্বর থেকে বার্তা আসে উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ডের কাছে। এ বার্তা পাওয়ার পর সোমবার সকাল ৮টা ৫ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছে ওই ট্রলারে থাকা ১৩ জেলে-মাঝিমাল্লাকে উদ্ধার করে তারা।
উদ্ধার হওয়া জেলেদের উদ্ধৃতি দিয়ে কোস্টগার্ড আরও জানায়, ‘ছোট হুজুরের দোয়া’ নামের এ ফিশিং ট্রলারটি গত ১২ আগস্ট পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা থেকে ১৩ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে আসে। এরপর ১৩ আগস্ট সকাল ৯টার দিকে তাদের ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
এরপর ওই ট্রলারটি ভাসতে ভাসতে শ্যালার চর এলাকায় চলে আসে। তখনই তারা ৯৯৯ নম্বরে ফোন করে তাদের বিপদের কথা জানান।
উদ্ধারের পর আরেকটি ট্রলারের সহায়হায় তাদেরকে শরণখোলায় পাঠানো হয়েছে। ওই ট্রলারের সকল জেলেরা সুস্থ রয়েছেন বলেও জানান কোস্টগার্ডের কর্মকর্তা মামুনুর রহমান।
এএইচ