বরগুনার সেই অতিরিক্ত এসপি বরিশালে বদলি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:১৯ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার
বরগুনায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশের লাঠিপেটার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে দায়িত্ব থেকে সরিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
তিনি বলেন, ‘‘সার্বিক দিক বিবেচনা করে এবং তদন্তের স্বার্থে মহররম আলীকে বরিশালে তার (ডিআইজি) কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে।’’
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ‘‘বরগুনার ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। ওই ঘটনায় পুলিশের পেশাদারিত্ব কতটা ছিল, ঘটনাস্থলে কী কী হয়েছে সব কিছুই তদন্ত করা হবে। ছাত্রলীগের দুটি ধারার এক পক্ষ পুলিশের প্রসংশা করেছে আরেক পক্ষ সমালোচনা করছে। তবে পুলিশ তার নিরপেক্ষ অবস্থান থেকেই সবকিছুর তদন্ত করবে।’’
তিনি আরও বলেন, ‘‘ ঘটনার সময় পুলিশের অনেকেই ইউনিফর্ম ছাড়া সেখানে ছিল। আসলে যেহেতু সরকারি ছুটির দিন। তাই সেখানে ইউনিফর্ম ছাড়া যেতে পারে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া সার্বিক দিক বিবেচনা করে ও তদন্তের স্বার্থে মহররম আলীকে বরিশালে রেঞ্জ কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে। মহররম আলীকে বরিশালে রেঞ্জ কার্যালয়ে আনার কারণ বরগুনায় ও থাকলে অনেকের সঙ্গেই কথা বলবে। এছাড়া তদন্তের সময় যেন কোনো বাধা না হয় তাই এই সিদ্ধান্ত।’’
ডিআইজি আরও বলেন, ‘‘ বরগুনার ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। ছাত্রলীগের দুটি ধারার এক পক্ষ পুলিশের প্রসংশা করেছে আরেক পক্ষ সমালোচনা করছে। তবে পুলিশ তার নিরপেক্ষ অবস্থান থেকেই সবকিছুর তদন্ত করবে। এছাড়া গোয়েন্দা তথ্যের অবহেলা, অপারেশনের যদি কোনো ত্রুটি থাকে, পুলিশের পেশাদারিত্বের বিষয়ে যদি কোনো অবহেলা থেকে থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।’’
প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যান জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালান। এতে দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে।
এমএম/