ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

মেহেরপুরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার 

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১৭ আগস্ট ২০২২ বুধবার

মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রাম থেকে মোহিনী (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গলায় রশি বাঁধা থাকায় স্বামীর পরিবারের লোকজন বলছে এটি আত্মহত্যা কিন্তু তার পিতা বলছেন মোহিনীকে হত্যা করা হয়েছে। 

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোহিনী রাজাপুর গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গির আলমের স্ত্রী এবং সদর উপজেলার শ্যামপুর গ্রামের মহিবুল ইসলামের কন্যা।

মোহিনীর পিতা মোহিবুল ইসলাম বলেন, স্বামী বিদেশে থাকায় শ্বশুরের পরিবারের লোকজন মোহিনির সাথে প্রায় সময় ঝগড়া বিবাদে লিপ্ত হতো। মেয়েকে হত্যার পর গলায় রশি বাঁধা হয়েছে কিন্তু তারা আত্মহত্যা বলে প্রচার করছে। লাশ দাফনের পর রাতে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন তিনি।
      
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউর রহমান বলেন, রাজাপার গ্রামের প্রবাসী জাহাঙ্গির আলমের বাড়ি থেকে গলায় রশি বাধা অবস্থায় তার স্ত্রী মোহিনীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হয়েছে। গৃহবধূর শশুর বাড়ির লোকেরা বলছে সে আত্মহত্যা করেছে আর গৃহবধূর বাবার বাড়ির লোকজন বলছে তাকে হত্যা করা হয়েছে। 

ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছেনা এটা হত্যা না আত্মহত্যা। এঘটনায় গৃহবধূর বাবার পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

এএইচ