বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করলো ব্যাংক এশিয়া
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ১৭ আগস্ট ২০২২ বুধবার
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করলো ব্যাংক এশিয়া। সকালে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ার প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর ছিলো বৃক্ষরোপণ। ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে ভার্চুয়াল আলোচনা সভা।
ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আদিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন, মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, এস. এম. ইকবাল হোছাইন, জনাব আলমগীর হোসেন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অনলাইনে প্রায় ১০০০ জন কর্মকর্তা যোগদান করেন। দুপুরে রাজধানীর যাত্রাবাড়ি এলাকার মাতুয়াইলে দৃষ্টিপ্রতিবন্ধি শিশুদের জন্য প্রতিষ্ঠিত একটি এতিমখানা মাদরাসায় দোয়া-মাহফিল আয়োজন ও খাবার বিতরণ করা হয়।
কেআই//