তিস্তা সেচ প্রকল্পের ৫৫ শতাংশ খালই অকেজো (ভিডিও)
নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
দেশের সবচেয়ে বড় সেচ অবকাঠামো তিস্তা সেচ প্রকল্পের ৫৫ শতাংশ খালই অকেজো। কোথাও খাল সমান করে চলছে চাষাবাদ, কোথাও বা তৈরি হয়েছে চলাচলের রাস্তা। চলমান খাল পুনর্বাসন কাজ শেষ করে সেচ লক্ষ্যমাত্রা বাড়াতে আশাবাদী পানি উন্নয়ন বোর্ড।
তিস্তা ব্যারাজের এক লাখ ৫৪ হাজার ২৫০ হেক্টর সেচ প্রকল্প এলাকায় খাল অবকাঠামো রয়েছে ৭৬০ কিলোমিটার। পানি সংকট না থাকলেও এ বছর সেচের লক্ষ্যমাত্রা মাত্র ৫৩ হাজার হেক্টরে।
অনেক স্থানে পানি না পেয়ে খালেই সেচ মোটর বসিয়েছেন স্থানীয়রা। কোথাও কোথাও খাল সমান করে চাষাবাদ চলছে অথবা তৈরি হয়েছে চলাচলের রাস্তা। ভুক্তভোগীদের অভিযোগ, লুটপাট ও নির্মাণত্রুটিতে অনেক খালে কোনোদিনই পানি আসেনি।
স্থানীয়রা জানান, “পানি আসার জন্য যে দিকে উঁচু করার কথা ছিল সেদিক করেছে নীচু। যেদিকে নীচু করার কথা সেদিকে করেছে উঁচু। সস্তায় পানি পাব, সে হিসেবে ক্যানেল দিয়েছে। সে হিসেবে জমিও দিয়েছি ক্যানেলে। কিন্তু লোকও আসে না পানিও দিচ্ছে না।”
পানি উন্নয়ন বোর্ড বলছে, ২০২৪ সাল নাগাদ খাল পুনর্বাসন প্রকল্প শেষ হলে একলাখ হেক্টর জমিতে সেচ দেওয়া যাবে।
ডালিয়া ব্যারেজের নির্বাহী প্রকৌশলী আসফাউদদ্দৌলা বলেন, “এই প্রকল্পটি যখন বাস্তবায়িত হবে তখন আশা করছি যে লক্ষ্যমাত্রার ১০৪ হেক্টর জমিতে সেচ দিতে পারবো।”
কৃষি উৎপাদন বাড়াতে খাল সংস্কারসহ পুরো এলাকাকে সেচের আওতায় আনার দাবি চাষিদের।
এএইচ