ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কর্মসূচি সফল করতে বিএনপির ১০ সমন্বয়ক দল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

লোডশেডিং, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে কর্মসূচির বাস্তবায়নে বিভাগীয় সমন্বয়ক দল গঠন করেছে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, এ বিষয়ে বিএনপি মহাসচিবের স্বাক্ষরিত চিঠি গঠিত এসব দলের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

২২ আগস্ট থেকে সারা দেশে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালন করবে বিএনপি।

রংপুর বিভাগের সমন্বয়ক দলের প্রধানের দায়িত্ব পালন করবেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ। রাজশাহী দলের প্রধান বিএনপি চেয়ারপারসনেন উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু।

খুলনা বিভাগে দলের দায়িত্ব পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বরিশাল বিভাগে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

ঢাকা বিভাগের দায়িত্ব পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। ময়মনসিংহ বিভাগে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার। ফরিদপুরের দায়িত্বে থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য মশিউর রহমান।

সিলেট বিভাগের দলের প্রধান দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। কুমিল্লা বিভাগের প্রধান ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

প্রতিটি সমন্বয়ক দলের সদস্য থাকবেন বিএনপির নির্বাহী কমিটির নেতা, সাবেক সংসদ সদস্য, সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক।

এএইচএস