ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

আগামী সপ্তাহে দেশে ফিরতে পারেন গোতাবায়া রাজাপাকসে

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৩:১৮ পিএম, ১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আগামী সপ্তাহে দেশে ফিরতে পারেন। রাশিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রদূত উদয়ঙ্গা ভিরাতুঙ্গা এমনটাই দাবি করেছেন। গোতাবায়া রাজাপাকসে বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন।

উদয়ঙ্গা ভিরাতুঙ্গা জানান, আগামী ২৪ থেকে ২৫ আগস্ট দেশে ফিরতে পারেন গোতাবায়া রাজাপাকসে। সাবেক প্রেসিডেন্টের সঙ্গে কথাও বলেছেন তিনি। তিনি আরও বলেন, গোতাবায়া তাকে নিশ্চিত করেন দেশে ফেরার বিষয়টি।

তবে তিনি এটিও বলেছেন যে পরিকল্পনা হঠাৎ বদলাতেও পারে।

গত ১৪ জুলাই ৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ থেকে সৌদি আরবের একটি ফ্লাইটে চাঙ্গি বিমানবন্দরে নামার পর তাকে ১৪ দিনের ভিজিট পাস দেওয়া হয়। পরবর্তীতে এর মেয়াদ আরও দুই সপ্তাহ অর্থাৎ ১৪ দিন বাড়ানো হয়। এরপর সেখান থেকে থাইল্যান্ডে যান তিনি।

সরকারবিরোধী তুমুল বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে যান গোতাবায়া। এরপর সিঙ্গাপুরে গিয়ে পদত্যাগপত্র পাঠান তিনি। গোতাবায়ার সিঙ্গাপুরে প্রবেশের পর দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানায়, তিনি ব্যক্তিগত সফরে গেছেন।

এসবি/