ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বাংলাদেশের সঙ্গে সবাই খেলতে চাচ্ছে: পাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০ এএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার

২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই চার বছরের চক্রে বাংলাদেশ ২৭ সিরিজ খেলবে। যেখানে আছে ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ৫৭ টি-টোয়েন্টি। 

এই চক্রে দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি দেড়শ ম‍্যাচ খেলবে বাংলাদেশ। নতুন এই এফটিপিকে বাংলাদেশের বিরাট অর্জন বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, সব দল এখন বাংলাদেশের সঙ্গে খেলতে চাচ্ছে। 

বৃহস্পতিবার মিরপুর হোম অব ক্রিকেট শের-ই-বাংলা স্টেডিয়ামে পাপন বলেছেন, ‘‘এফটিপিতে সবচেয়ে বেশি ম্যাচ এখন আমাদের। এখনকার এফটিপি অবিশ্বাস্য। আমরা সৌভাগ্যবান। ক্রিকেটার শুধু নয়, কোচিং স্টাফদের কথা চিন্তা করুন, কেউ নিঃশ্বাস ফেলার সময় পাবে না। যে পরিমাণ খেলা পেলাম, এতে অনেকগুলো ব্যাপার ফুটে ওঠে। আইসিসি বলেন বা অন্য দেশগুলো, তারা বাংলাদেশকে এখন গুরুত্ব দিচ্ছে। আমাদের সঙ্গে খেলতে চাচ্ছে।’’

এমএম/