ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

শ্রীমঙ্গলে টিলা ধসে চার চা শ্রমিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার | আপডেট: ০২:০৩ পিএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে পাহাড়ের সুরঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে চাপা পড়ে চার চা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত চারজন‌ই লাখাইছড়া চা বাগানের শ্রমিক।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।

কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঘর লেপার জন্য মাটি আনতে গিয়েছিলেন ওই চার নারী। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। টিলার মাটি ধসে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির বলেন, “ঘর সংস্কারের জন্য মাটি সংগ্ৰহ করতে গিয়েছিলেন তারা। টিলা অনেক উঁচু হ‌ওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।”
এসএ/