ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

নওগাঁ সীমান্তে মাদকদ্রব্যসহ চোরাকারবারী আটক  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার | আপডেট: ০৫:৩৩ পিএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার

নওগাঁর ভারতীয় সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। গত দুইদিনে ১০২০ পিস নেশা জাতীয় ট্যাবলেট ও ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিপুল পরিমান মাদক উদ্ধারসহ এক চোরাবারবারীকে আটক করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত মাদকসহ আটক চোরাকারবারীকে শুক্রবার বিকেলে ধামইরহাট থানায় সোর্পদ করে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজিবি মামলা দায়ের করলে, ওইদিন আটক চোরাকারবারিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

নওগাঁর ১৪ বিজিবি (পত্নীতলা ব্যাটালিয়ন) এর অধিনায়ক লেঃ কর্ণেল মো. হামিদ উদ্দিন, পিএসসি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার পত্নীতলার উপজেলার সীমান্ত সংলগ্ন ভূটিয়াপাড়া বিওপির এলাকার রামকৃষ্ণপুর পাকা রাস্তার মোড়ে ১০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধারসহ ১টি পুরাতন মোটর সাইকেল জব্দ করে।

একইদিন রাতে চকিলাম বিওপির সীমান্ত পিলার ২৬৫/-৩ আর এর নিকটে ২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ সাইফুল ইসলাম (৪৫) নামে এক মাদক চোরাকারবারীকে আটক করে বিজিবি। আটক সাইফুল ধামইরহাট উপজেলার চকিলাম গ্রামের মৃত মফিজ উদ্দিন মন্ডলের ছেলে।

অপর দিকে শুক্রবার ভোরে বিজিবি সীমান্তের পাগলাদেওয়ান বিওপি’র নিকট হতে ৭ বোতল ভারতীয় মদ আটক করে। ওইদিন সকালে সীমান্তের কড়িয়া বিওপির এলাকা থেকে ২২ বোতল ভারতীয় মদ আটক করা হয়। 
কেআই//