ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

আওয়ামী লীগ কখনোই ভারতের সহযোগিতা চায়নি: কাদের (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার | আপডেট: ১০:০৬ পিএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার

ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ কখনোই ভারতের সহযোগিতা চায়নি। ভবিষ্যতেও চাইবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের সমর্থন চাওয়ার বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত। এটি দলের বা সরকারের নয় বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে দেয়া পররাষ্ট্রমন্ত্রীর এ কে আবদুল মোমেনের এই বক্তব্যে চলছে সমালোচনা। 

এর আগে ‘অন্য দেশের তুলনায় আমরা বেহেশতে আছি’ মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য আওয়ামী লীগের নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর পলাশীতে জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। তাই বলে ক্ষমতায় আসতে কখনোই তাদের কাছে সহযোগিতা চায়নি আওয়ামী লীগ। জনগণই দলের আস্থা বলেও জানান ওবায়দুল কাদের। 

এসময়, বিএনপির দ্বারাই সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

এনএস//