সিরিয়ায় রকেট হামলায় শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৯ এএম, ২০ আগস্ট ২০২২ শনিবার
উত্তর সিরিয়ার আল-বাব শহরে রকেট হামলায় কমপক্ষে ১৪ জন বেসামরিক লোক নিহত এবং আহত হয়েছেন প্রায় ৩০ জন। আহতদের মধ্যে শিশুও রয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) এই ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন শিশু ছিল। সিরিয়া সরকার হামলার জন্য তুরস্ককে দায়ী করেছে।
আন্তর্জাতিক এই সংস্থাটি বলছে, হামলার পর উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনও অব্যাহত রয়েছে। আর তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
টানা ১১ বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। দীর্ঘ এই সংঘাতের কারণে গৃহযুদ্ধে সংশ্লিষ্ট ভিন্ন ভিন্ন পক্ষ সিরিয়ার একেক অঞ্চল নিয়ন্ত্রণ করে থাকে।
শুক্রবার হামলার শিকার হওয়া আল-বাব শহরটি তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পো প্রদেশের মধ্যে পড়ে। তবে এই প্রদেশের অন্যান্য অংশ রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকারি সেনাদের দখলে রয়েছে।
যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) সিরিয়ার উত্তর এবং উত্তর-পূর্বের কিছু অংশ নিয়ন্ত্রণ করে। এসডিএফ-এর মিডিয়া সেন্টারের প্রধান ফরহাদ শামি বলেছেন, শুক্রবারের হামলার সঙ্গে এই গোষ্ঠীর কোনো সম্পর্ক নেই।
সূত্র: আলজাজিরা
আরএমএ/ এসএ/