৫০ হাজারের কর্মসংস্থান হবে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে (ভিডিও)
অপূর্ব রায়, একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:০৪ পিএম, ২০ আগস্ট ২০২২ শনিবার
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির ৯০ ভাগ অবকাঠামো উন্নয়নের কাজ শেষ। এরইমধ্যে ৮২ জন ৫৭০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, সারাদেশে ৯২টি হাইটেক পার্ক স্থাপনের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে ৩০ লাখ তরুণের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রথম প্রকল্প বঙ্গবন্ধু হাইটেক সিটি। ৩৫৫ একর জমির ওপর এই পার্কটি নির্মাণের সিদ্ধান্ত হয় ১৯৯৯ সালে। তবে কাজ শুরু হয় ২০১৪ সালে। প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয়ে এরই মধ্যে শেষ পর্যায়ে অবকাঠামো নির্মাণ কাজ।
এখানে উদ্যোক্তারা হার্ডওয়ার, সফটওয়ার, আইওটি, ট্রেনিং সেন্টার, ডাটা সেন্টার, ল্যাপটপ ও মোবাইল ফোন সংযোজন এবং উৎপাদনসহ উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করছে।
উদ্যোক্তারা জানান, টেকনোলজি এখানে এক্সিকিউশন হবে, ডেভেলপ হবে, নতুন প্রোডাক্টের লঞ্চ হবে এবং নতুন কাস্টমার ক্রিয়েট হবে। সরকারের প্রবৃদ্ধি বাড়বে।
কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালে এটি পুরোদমে চালু হবে এবং ২০২৬ সালের মধ্যে সব প্রতিষ্ঠান উৎপাদনে যাবে।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক বিকর্ণ কুমার ঘোষ বলেন, “এখানে ইনফ্রাকস্টাচারাল ডেভেলপমেন্ট, ইলেক্টিসিটি কানেকশন, গ্যাস কানেকশন, ওয়াটার এবং রেসিডেন্টিশিয়াল ফ্যাসিলিটি সমস্ত কিছু শেষ হচ্ছে। বেশিরভাগ কোম্পানিগুলো ২০২৫-২৬ সাল নাগাদ ফুললি অপারেশনে যাবে।”
বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ৫০ হাজার তরুণ-তরুণির কর্মসংস্থান হবে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “বিনিয়োগের জন্য প্রত্যেকটা দেওয়া হয়ে গেছে। আশা করছি আগামী ৫ বছরের মধ্যে আরও আড়াই হাজার কোটি টাকা এখানে বিনিয়োগ হবে এবং ২০৩০ সালের মধ্যে এখানে ৫০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে।”
দেশে তথ্য-প্রযুক্তির উন্নয়ন ও বিকাশে বঙ্গবন্ধু হাইটেক সিটি সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এএইচ