ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

চীনে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ২০ আগস্ট ২০২২ শনিবার

চলতি সপ্তাহে উত্তর-পশ্চিম চীনের কিংহাই প্রদেশ আঘাত হানা আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। প্রদেশটির দাতং কাউন্টিতে আঘাত হানা এই প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে ২৩ জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন ৮ জন।

শনিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাষ্ট্র পরিচালিত সিজিটিএন (CGTN)।

দুই হাজারেরও বেশি কর্মী এই প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছেন বলেও জানানো হয় সিজিটিএনের খবরে।

গত বুধবার ও বৃহস্পতিবার হওয়া ভারী বর্ষণে দাতং কাউন্টির দুটি শহরে বন্যা দেখা দেয়। এর ফলে সেখান থেকে প্রায় দুই ডজন লোককে উদ্ধার করা হয়েছে।

কাউন্টির একটি পাহাড় থেকে প্রবাহিত ঢল নেমে আসায় ঘরবাড়ি এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হওয়ায় ছয়টি গ্রামের প্রায় ৬ হাজার ২৪৫ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এনএস//