ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

বঙ্গবন্ধুর সমাধিতে প্রজন্ম ৭১-এর শ্রদ্ধা এবং আহবায়ক কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ২০ আগস্ট ২০২২ শনিবার | আপডেট: ০১:১৩ পিএম, ২১ আগস্ট ২০২২ রবিবার

শহীদদের আত্মদান বৃথা যেতে দেবো না, গোপালগঞ্জ শাখা গঠন প্রস্তুতি সভা শিরোনাম সামনে রেখে শুক্রবার গোপালগঞ্জে প্রজন্ম ৭১ (মুক্তিযুদ্ধে শহীদ সন্তান)-এর ৮ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠিত হয়। 

শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই কমিটি গঠন প্রক্রিয়ায় ঢাকা থেকে প্রজন্ম ৭১-এর কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভার প্রথমার্ধে মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের গোপালগঞ্জের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের সাথে 'প্রজন্ম ৭১' মতবিনিময় করে।

এর আগে শুক্রবার সকালে প্রজন্ম ৭১ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। 

শোকাবহ আগস্টে জাতির জনকের জন্মস্থান ও সমাধি পরিদর্শন এবং গোপালগঞ্জ শাখা গঠন প্রজন্ম ৭১-এর জন্য বিশেষভাবে অর্থবহ।

উল্লেখ্য, প্রজন্ম ৭১ গঠিত হয় ২৯ অক্টোবর ১৯৯১ সালে, যখন মুক্তিযুদ্ধ ও শহীদদের নিয়ে প্রকাশ্য চর্চা ছিল অত্যন্ত সীমিত ও নিয়ন্ত্রিত। এ সময়ই শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হয়। প্রজন্ম ৭১ এ আন্দোলনে অংশ নেয়ার মধ্যে দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয়।

ঢাকার রায়েরবাজারের বুদ্ধিজীবি হত্যাকাণ্ডের বধ্যভূমিটি প্রথম প্রজন্ম ৭১ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে। পরবর্তীকালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রজন্ম ৭১-এর শহীদ সন্তানদের নিয়ে রায়ের বাজার বধ্যভূমিতে ফলক স্থাপন করেন।

গোপালগঞ্জ শাখা গঠন সভার সভাপতি ও প্রজন্ম ৭১-এর সহ সভাপতি ড. সালমা নার্গিস বলেন, প্রজন্ম ৭১ গঠিত হয়েছিল শহীদ পরিবারগুলোর কল্যান ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি সামনে রেখে। যুদ্ধাপরাধের বিচার আংশিকভাবে সম্পন্ন ও চলমান থাকলেও মুক্তিযুদ্ধের চেতনার পূর্ণ বাস্তবায়ন এখনও হয়নি বরং আমরা সাম্প্রদায়িক উগ্রতার ভয়ংকর চেহারা দেখছি। মুক্তিযুদ্ধের চেতনা ও অর্জনকে ধুলিসাৎ করার ষড়যন্ত্র হচ্ছে দেশে এবং বিদেশে। তাই মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক শক্তির একতাবদ্ধতা প্রয়োজন।

প্রজন্ম ৭১-এর সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দীন আব্বাস বলেন, গোপালগঞ্জের মত সারাদেশেই প্রজন্ম ৭১ মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের এই প্লাটফর্মে একতাবদ্ধ করছে। আমাদের লক্ষ্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির সংগে একসাথে রাষ্ট্রীয় কাঠামোয় ৭২-এর সংবিধানকে ফিরিয়ে আনা।

প্রজন্ম ৭১-এর সভাপতি আসিফ মুনীর নব গঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন, শহীদ সন্তানদের দাবী ও মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে এই কমিটি নিরলস কাজ করবে।

প্রজন্ম ৭১-এর নব গঠিত গোপালগঞ্জ আহবায়ক কমিটির আহবায়ক শহীদ আব্দুল হাই শেখ-এর সন্তান মো. রফিকুল ইসলাম মিন্টু বলেন, আমরা সত্যিই গর্ববোধ করছি নিজেদের ভাই-বোনদের সাথে একটি আদর্শিক লক্ষ্যকে সামনে রেখে এক হতে পেরে। খুব শিগগির গোপালগঞ্জে প্রজন্ম ৭১-এর পূর্ণাংগ শাখা কমিটি গঠন করা হবে। 

সদস্য সচীব শহীদ ডা. আব্দুল মান্নান মোল্লার সমান ফারুক আহমেদ জাহিদ বলেন, সবাই মিলে বাংলাদেশের মাটি থেকে মুক্তিযুদ্ধবিরোধী মনোভাব ও প্রক্রিয়াকে নির্মূল করতে হবে।

শাখা গঠনের আগে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। সভায় জেলা আওয়ামী লীগে বিভিন্ন নেতা, মুক্তিযোদ্ধা সংসদ, উদীচী শিল্পী গোষ্ঠী ও সিনিয়র সাংবাদিক প্রতিনিধি বক্তব্য রাখেন। প্রজন্ম ৭১-এর গোপালগঞ্জ শাখা গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁরা এই প্রসঙ্গে মুল্যবান পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সারাদিনের এই কর্মসূচিতে প্রজন্ম ৭১-এর কেন্দ্রীয় কমিটির আরও যারা উপস্থিত ছিলেন- সহ-সভাপতি ড. সালমা নার্গিস, সাংগঠনিক সম্পাদক আলী মোর্তুজা, দপ্তর সম্পাদক বদরুল আলম হিটু, অর্থ সম্পাদক নটো কিশোর আদিত্য, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, শহীদ পরিবার কল্যাণ সম্পাদক শাফকাত নিজাম বাপ্পী এবং নির্বাহী সদস্য অমর দাস ও. এ টি এম মোফাজ্জল হোসেন স্বাধীন।

১৯ আগস্ট ২০২২ গঠিত প্রজন্ম ৭১ (মুক্তিযুদ্ধে শহীদদের সন্তান) আহবায়ক কমিটি, গোপালগঞ্জ শাখা

• আহবায়ক- শেষ রফিকুল ইসলাম মিন্টু, পিতা শহীদ আব্দুল হাই
• যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, পিতা শহীদ গঞ্জর আলী খান
• সদস্য সচীব মো. ফারুক আহমেদ জাহিদ, পিতা শহীদ ডা. আব্দুল মান্নান মোল্লা

অন্যান্য সদস্য-
পিন্টু চৌধুরী- পিতা শহীদ গোলজার হোসেন চৌধুরী, উমরুল আলম- পিতা-শহীদ রতন ফকীর।

কেআই//