বঙ্গোপসাগরে দুই ট্রলার ডুবি, ৩৮ জেলে জীবিত উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৬ পিএম, ২০ আগস্ট ২০২২ শনিবার | আপডেট: ১০:০৮ পিএম, ২০ আগস্ট ২০২২ শনিবার
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া বাগেরহাটের শরণখোলার দুটি ফিশিং ট্রলারের ৩৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) মধ্য রাতে জেলেদের শরণখোলায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় শরণখোলাউপজেলার এফবি কালাম ও এফবি খায়রুল ইসলাম নামের ট্রলার দুটি বেহেলা কয়লা নামক স্থানে ট্রলার দুটি ডুবে যায়। পরে ডুবে যাওয়া ট্রলার দুটির কাছাকাছি থাকা শরণখোলার মৎস্য ব্যবসায়ী সরোয়ার হোসেনের এফবি সোনার মদিনা ও আ. রহিমের অপর একটি ট্রলারের জেলেরা সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে।
এদিকে, বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার অফিস কিল্লার চরে আটকে পড়া দুটি ট্রলার ১৮ জেলেকে উদ্ধার করেছে বনরক্ষীরা। উদ্ধার জেলেরা দুবলা জেলেপল্লীর বনরক্ষীদের হেফাজতে রয়েছেন। এছাড়া অন্যান্য ট্রলার ডুবির ঘটনায় বিভিন্ন এলাকার নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে কোস্টগার্ড মোংলা পশ্চিম জোন। শনিবার (২০ আগস্ট) দুপুরে অপরাজেয় বাংলা নামে কোস্টগার্ডের একটি জাহাজ নিখোজ জেলেদের তল্যাসী শুরু করেছে।
ডুবে যাওয়া এফবি কালাম ট্রলারের মালিক শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর এলাকার মৎস্য আড়ৎদার মো. কবির হাওলাদার এবং এফবি খায়রুল ইসলাম ট্রলারের মালিক মৎস্য ব্যবসায়ী মো. জাকির হাওলাদার।
ট্রলার মালিক মো. কবির হাওলাদার বলেন, শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় আমার ট্রলারসহ আরও ৮ থেকে ১০টি ফিশিং ট্রলার ঝড়ের কবলে পড়ে। প্রচন্ড ঢেউয়ের আঘাতে আমাদের ট্রলার দুটি ডুবে যায়। কাছাকাছি থাকা এফবি সোনার মদিনা ট্রলারের জেলেরা ২২ জনকে এবং আ. রহিমের একটি ট্রলারের জেলেরা ১৬ জনসহ উদ্ধার করেন। উদ্ধারকারী ট্রলার দুটি জেলেদের নিয়ে সকালে শরণখোলার উদ্দেশে রওনা দিয়েছে। ডুবে যাওয়া ট্রলার দুটি বর্তমানে ভাসতে ভাসতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা কাছাকাছি একটি চরে উঠে আটকা পড়ে আছে।
শরণখোলা সমুদ্রগামী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন বলেন, ঝড়ে আমাদের এলাকার দুটিসহ অন্যান্য এলাকার বহু ট্রলার ডুবে ব্যবসায়ীদের চরম ক্ষতি হয়েছে। উদ্ধার হওয়া ৩৮ জেলে ছাড়াও আমাদের বেশকিছু জেলে নিখোঁজ ছিল। তাদের সন্ধানও পেয়েছি আমরা। তারা সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কাছাকাছি নিরাপদে আছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার মজুমদার বলেন, ঝড় ও ঢেউয়ের আঘোতে দুটি ফিশিং ট্রলার ১৮ জেলেসহ দুবলার মাঝের কিল্লার চরে আটকা পড়েছে। তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। দুই ট্র্রলারের জেলেরা দুবলা সাইক্লোন শেল্টারে বনরক্ষীদের হেফাজতে রয়েছেন।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মামুন বলেন, শনিবার দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের (বিসিজিপি) অপরাজেয় বাংলা নামের জাহাজটি নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ শুরু করেছে।
কেআই//