ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

বঙ্গোপসাগরে নিখোঁজ শতাধিক জেলে উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৪ এএম, ২১ আগস্ট ২০২২ রবিবার

আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ১২ ট্রলারসহ নিখোঁজ ৮ ট্রলারের শতাধিক নিখোঁজ জেলেকে সুন্দরবনসহ বিভিন্ন চর থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও নিখোঁজ ১১ জেলের সন্ধান মিলেছে ভারতে।

শনিবার রাতে উদ্ধার হওয়া এসব জেলেদের নিয়ে আসা হয় পটুয়াখালীর আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে। 

দক্ষ মাঝিসহ দুটি ট্রলারের মাধ্যমে সাগরে উদ্ধার তৎপরতা চালিয়ে এসব জেলেদের উদ্ধার করেছে আলীপুর ট্রলার ও আড়ৎদার মালিক সমিতি। উদ্ধার হওয়া জেলেদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ফিরে আসা জেলেরা জানান, শুক্রবার ভোরে হঠাৎ করেই ঝড়ো হাওয়া শুরু হয়। এতে উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগর। উত্তাল সাগরে টিকে থাকতে না পেরে তীরে ফেরার পথেই ঢেউয়ের তোড়ে কিছু ট্রলার উল্টে যায়, কিছু ট্রলারের তলা ফেটে যায়, পানি ঢুকে বিকল হয়ে যায় অনেক ট্রলারের ইঞ্জিন। 

এসময় সাগরে ভাসতে ভাসতে সুন্দরবনসহ বিভিন্ন চরে গিয়ে আশ্রয় নেয় অনেকে। 

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে পটুয়াখালীর ২১৬ জেলেসহ ১২টি মাছধরা ট্রলার ডুবে যায়। এখনো নিখোঁজ রয়েছে ১৮টি ট্রলার। এরমধ্যে আলীপুর মৎস্য বন্দরের ৯টি ট্রলার ডুবির ঘটনায় ১২৩ জেলেসহ নিখোঁজ রয়েছে ৭টি মাছধরা ট্রলার। 

অপরদিকে, মহিপুর মৎস্য বন্দরের ডুবে যাওয়া ৯ ট্রলারের ১১৯ জেলেসহ এখনো নিখোঁজ ৯টি মাছ ধরা ট্রলার। এসব ট্রলারের উদ্ধারে কাজ করছে আলীপুর ট্রলার ও আড়ৎদার মালিক সমিতি। 

বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা ট্রলার ও আড়ৎদার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা ও মহিপুর আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা। 

এএইচ