দায়িত্ব নিতে ঢাকায় শ্রীধরন শ্রীরাম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২১ আগস্ট ২০২২ রবিবার
শ্রীধরন শ্রীরাম
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট বা ‘কারিগরি পরামর্শক’ হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম।
রোববার (২১ আগস্ট) দুপুরে তিনি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। এসময় তাকে স্বাগত জানান বিসিবির কর্মকর্তারা।
টানা ৬ বছর অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন শ্রীরাম। এছাড়া আইপিএলে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর কোচিং দায়িত্বে ছিলেন তিনি।
কোচিং ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলারও অভিজ্ঞতা আছে শ্রীরামের। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের জাতীয় দলে খেলেছেন তিনি। এই সময়ে ভারতের জার্সিতে ৮টি ওয়ানডে খেলেছেন। তামিলনাড়ূর এ ক্রিকেটারের ঘরোয়া রেকর্ডও খুবই সমৃদ্ধ। রঞ্জি ট্রফিতে এক মৌসুমে রেকর্ড ১০৭৫ রান করেন তিনি।
আসন্ন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। শর্টার ভার্সনের সাথে সম্পৃক্ততা আর অস্ট্রেলিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সাথে চুক্তি করেছে বিসিবি।
অত্যাসন্ন এশিয়া কাপ থেকেই বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সাথে কাজ করবেন ৪৬ বছর বয়সী শ্রীধরন শ্রীরাম।
এনএস//