ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সেইফটি বেল্ট ছিড়ে ছিটকে পড়ে বিদ্যুৎ শ্রমিক নিহত

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:২১ পিএম, ২১ আগস্ট ২০২২ রবিবার

ঝালকাঠিতে বিদ্যুৎসংযোগ লাইনের কাজ করতে গিয়ে খুঁটির উপর থেকে ছিটকে পড়ে বিদ্যুৎ শ্রমিক মো. জামাল হোসেন মোল্লা (৩৫) নিহত হয়েছেন। এদিকে, সুগন্ধা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ আগস্ট) সকাল সোয়া ১১টায় শহরের রুপনগর সড়কে ওজোপাডিকো কোম্পানীর শ্রমিক জামাল ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে জানা গেছে।

দুটি ঘটনায় ঝালকাঠি ও নলছিটি থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহত শ্রমিকের চাচাতো ভাই প্রত্যক্ষদর্শী ইলিয়াস মোল্লা বলেন, দুই বছর ধরে নিহত জামাল মোল্লা বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে বৈদ্যুতিক লাইন নির্মাণ কাজ করছিলেন। ঘটনার দিন কাজ করার সময় পা পিছলে গেলে কোমরে বাধা সেইফটি বেল্ট ছিড়ে সে ৪০ ফুট উপর থেকে রাস্তায় পড়ে যায়।

তাকে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. মেহেদী হাসান দুপুর ১২টায় জামালকে মৃত ঘোষণা করেন। 

মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত জামাল বরগুনা জেলার হেউলিবুনিয়া গ্রামের দুলাল মোল্লার ছেলে বলে সদর থানা পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল
ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, ঝালকাঠির নলছিটির থানার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানায়, শনিবার দিনগত রাতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার মগড় ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের পাশে সুগন্ধা নদীর তীর থেকে অজ্ঞাতনামা প্রায় ৪০ বছর
বয়সি এক পুরুষের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় উদঘাটনের জন্য আশেপাশের বিভিন্নি থানায় বার্তা প্রেরণ করা হয়েছে।

এএইচ