ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের জুন সিরিজের ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ২২ আগস্ট ২০২২ সোমবার

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল জুন ২০২২ সিরিজের বিভিন্ন পরীক্ষার ফল বাংলাদেশসহ পুরো বিশ্বে প্রকাশ করেছে। এর মধ্যে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ‘এএস’ ও ‘এ’ লেভেলের ফল গত ১১ আগস্ট এবং ‘আইজিসিএসই’ ও ‘ও’ লেভেল পরীক্ষার ফল গত ১৮ আগস্ট প্রকাশ করা হয়। 

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ৫ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীদের সর্ববৃহৎ আন্তর্জাতিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান। এ বছর বিশ্বব্যাপী প্রায় ৫ লাখ শিক্ষার্থী ক্যামব্রিজের পরীক্ষায় অংশ নেয়। এ পরীক্ষার জন্য ১৪৭টি দেশের বিভিন্ন স্কুল থেকে ১৪ লাখ শিক্ষার্থী আবেদন করে। 

কোভিড-১৯ মহামারীর প্রতিকূলতা সত্ত্বেও পরীক্ষাগুলো এই বছর প্রায় সমস্ত দেশেই এগিয়ে নেয়া হয়েছে। এবার বিশ্বব্যাপী ২ লাখ ২০ হাজারের বেশি শিক্ষার্থী ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ‘এএস’ ও ‘এ’ লেভেল এবং আড়াই লাখ শিক্ষার্থী ক্যামব্রিজ ‘আইজিসিএসই’ এবং ‘ও’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণ করে। 

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল জুন ২০২২ সিরিজ পরীক্ষা নিরাপদে পরিচালনা নিশ্চিত করতে বিশ্বব্যাপী শিক্ষা কর্তৃপক্ষ, সরকার এবং স্কুলগুলোর সাথে নিযুক্ত ছিল। এছাড়া কোভিড-১৯ এর কারণে সৃষ্ট ব্যাঘাত, অন্যান্য পরীক্ষা ও মূল্যায়নের সাথে খাপ খাইয়ে নিতে শিক্ষার্থী ও শিক্ষকদের সহায়তা করেছে।

এদিকে, বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের পরবর্তী পদক্ষেপ নিতে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেছে। তাদের চেষ্টা, ধৈর্য ও শিক্ষক, পরিবারের অব্যাহত সমর্থন এই সাফল্যের অন্যতম কারণ। বাংলাদেশে এই সেশনে ১৪ শতাংশ বেশি আবেদন জমা পড়েছে। বাংলাদেশে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ‘আইজিসিএসই’ ও ‘ও’ লেভেলে গণিত, ইংরেজি ও বাংলা এবং ‘এএস’ ও ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন জনপ্রিয় বিষয় ছিল। 

ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের চিফ অ্যাকাউন্টেবল অফিসার ক্রিস্টিন ওজডেন জানান, “এ বছরটি আরও কঠিন ছিল - মহামারী আমাদের জীবন এবং শিক্ষাকে বিভিন্নভাবে ব্যাহত করেছে। আমাদের কিছু শিক্ষার্থী এবং শিক্ষক স্কুল বন্ধ এবং চলমান বিধিনিষেধে প্রভাবিত হয়েছে। কঠোর পরিশ্রম ও এই ফলাফলের জন্য আমি ক্যামব্রিজের ছাত্রদের বিশেষ অভিনন্দন জানাই। তারা এই বিন্দুতে পৌঁছানোর জন্য দুর্দান্ত সহনশীলতা এবং ত্যাগ দেখিয়েছে। আমি প্রত্যেকের কৃতিত্বের জন্য গর্বিত। তারা এখন নতুন সুযোগ এবং অভিজ্ঞতার দিকে অগ্রসর হতে পারে। আমি আত্মবিশ্বাসী যে তাদের প্রতিটি পছন্দের ক্ষেত্রে সফল হওয়ার দক্ষতা, জ্ঞান এবং সাহস রয়েছে। আমি ক্যামব্রিজ স্কুল এবং শিক্ষকদেরও বিশেষ ধন্যবাদ জানাতে চাই। শিক্ষার প্রতি তাদের প্রতিশ্রুতি এবং আবেগ তাদের ছাত্রদের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ।”

ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক মহেশ শ্রীবাস্তব বলেন, “আমি বাংলাদেশের সকল শিক্ষার্থীকে তাদের ফলাফলের জন্য অভিনন্দন জানাই। এই বছরটি শিক্ষার্থীদের শিক্ষাগত যাত্রায় একটি পরিবর্তনের বছর ছিল। স্কুল পুনরায় খোলা ও ক্যাম্পাসে শিক্ষা পুনরায় শুরু করার সাথে সাথে শিক্ষার্থীরা এই সিরিজ পরীক্ষার জন্য প্রস্তুত হয়। বাংলাদেশে শিক্ষার্থীদের ফলাফল ছিল অসাধারণ এবং আমরা তাদের কৃতিত্বের জন্য গর্বিত। এছাড়া সিরিজের সাফল্য এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের যে সহায়তা ও সমর্থন প্রদান করেছে তার জন্য আমি স্কুলগুলোকেও অভিনন্দন জানাতে চাই।” 

সারাদেশে ৯০টিরও বেশি স্কুল তাদের শিক্ষার্থীদের ক্যামব্রিজ প্রোগ্রাম এবং ডিগ্রি প্রদান করে। ক্যামব্রিজ পাথওয়ে পাঠ্যক্রমটি ক্যামব্রিজ ‘আইজিসিএসই’ লেভেলে ৭০টির বেশি বিষয়, ক্যামব্রিজ ‘ও’ লেভেলে ৪০টির বেশি বিষয় এবং ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ‘এএস’ ও ‘এ’ লেভেলে ৫৫টির বেশি বিষয় রয়েছে এবং প্রতি বছর দুটি সিরিজ পরীক্ষা নেয়া হয়ে থাকে।

এনএস//