কর্মবিরতির মধ্যেই পঞ্চায়েত-চা শ্রমিক নেতাদের বৈঠক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার
আন্দোলনের ১৪তম দিনে মঙ্গলবার দুপুরে সিলেট ভ্যালির ২৩টি চা বাগানের পঞ্চায়েত কমিটির নেতাদের সঙ্গে আন্দোলনকারী বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠক হয়েছে।
সিলেট গলফ ক্লাবে যখন নেতাদের এই বৈঠক চলছিল তখন বাইরে সাধারণ শ্রমিকরা দৈনিক মজুরি ৩০০ টাকা দাবিতে অনড় থাকার স্লোগান দিচ্ছিলেন।
বৈঠক শেষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, “প্রধানমন্ত্রীর আশ্বাসে চা শ্রমিক ইউনিয়নের নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। তবে সাধারণ শ্রমিকদের মধ্যে এ নিয়ে অসন্তোষ ও ভুল-বোঝাবুঝি আছে।
“তাই সবাই মিলে একটি সিদ্ধান্তে পৌঁছতে বাগান পঞ্চায়েতদের সঙ্গে বৈঠক হয়েছে। কিন্তু শ্রমিকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরতে চান না। তাই বৈঠকে কোনো সিদ্ধান্ত আসেনি। ধর্মঘট চলবে।”
রোববার রাতে মৌলভীবাজার জেলা প্রশাসকের সঙ্গে চা শ্রমিক নেতাদের বৈঠক হয়। বৈঠকের পর জানানো হয়, শিগগির প্রধানমন্ত্রী চা শ্রমিক নেতাদের সঙ্গে বসে তাদের মজুরি নির্ধারণ করে দেবেন এবং দাবি পূরণে পদক্ষেপ নেবেন।
মঙ্গলবার দুপুরে সিলেট গলফ ক্লাবে চা শ্রমিক নেতারা যখন বৈঠকে বসেন তখন বাইরে শ্রমিকরা মিছিল করেন।
এই আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে আগের ১২০ টাকা মজুরিতেই কাজে ফেরার সিদ্ধান্তের কথা জানান চা শ্রমিক ইউনিয়নের নেতারা।
এই পরিপ্রেক্ষিতে সোমবার হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের অধিকাংশ বাগানেই চা শ্রমিকরা কাজ থেকে বিরত থাকেন। কিছু বাগানে শ্রমিক কাজে যোগ দিলেও দুপুরের পর তারা আন্দোলনে যোগ দেন।
মঙ্গলবারও ধর্মঘট চালিয়ে যাওয়া চা শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। হয় দাবি পূরণ, অথবা প্রধানমন্ত্রীর সরাসরি আশ্বাস- এর বাইরে অন্য কারও আশ্বাসে কাজে ফিরবেন না সাধারণ শ্রমিকরা।
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবিতে গত ৯ আগস্ট থেকে আন্দোলনে নামেন দেশের ১৬৭ চা বাগানের সোয়া লাখের বেশি শ্রমিক। ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন তারা।
এমএম/