ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪,   আষাঢ় ১২ ১৪৩১

সৈয়দ মহিদুল ইসলাম স্মরণে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর দুই নাটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার

দেশের খ্যাতিমান নাট্য ব্যক্তিত্ব সৈয়দ মাহিদুল ইসলামের ২০তম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে মঙ্গলবার (২৩ আগস্ট) তার গড়া ব্যতিক্রম নাট্যগোষ্ঠী শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা ৭টায় স্মরণসভার আয়োজন করেছে।

স্মরণসভা শেষে অভিনেতা নির্দেশক নাট্যকার সৈয়দ মহিদুল ইসলাম নির্দেশিত ‘পিছু ডাক’ নাটকের মঞ্চায়ন করবে ব্যতিক্রম নাট্যগোষ্ঠী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে ‘পিছু ডাক’ নাটকটি নির্মিত হয়েছে।

ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া মনোজমিত্রের রচনা এবং সাইফুল ইসলাম সোহাগের নির্দেশনায় ‘পাখি’ নাটকের মঞ্চায়ন করবে দলটি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর বর্তমান সভাপতি সৈয়দা নওশীন ইসলাম দীশা। অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে সাইফুল ইসলাম সোহাগ।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মঞ্চনাটকে প্রথমসারির একজন ছিলেন সৈয়দ মহিদুল ইসলাম। তিনি একাধারে অভিনেতা, নাট্যকার নির্দেশক ও সংগঠক ছিলেন। তার প্রতিষ্ঠিত ব্যতিক্রম নাট্যদল এপর্যন্ত ৪৪টি প্রযোজনার পাঁচ শতাধিক মঞ্চায়ন করেছে। তার মেয়ে সৈয়দা নওশীন ইসলাম দিশা দলটি পরিচালনা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় পড়াশোনার পর সৈয়দ মহিদুল ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

নিজের প্রতিষ্ঠিত ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর জন্য বিভিন্ন নাটক লেখা ও নির্দেশনা দেওয়ার পাশাপাশি বেতার ও টেলিভিশনে অসংখ্য নাটকে অভিনয় ও কণ্ঠ দেন এই শিল্পী।

অনেক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ‘আমি কার’ ও ‘স্বপ্ন যাত্রা’ নামে দুটি চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- ঈশ্বর এবং আমি, মানুষ অচেনা অন্ধকার, আয়নার সামনে চড়ুই পাখি, অবশেষে, অভিনয় ইত্যাদি। মঞ্চ ও টেলিভিশনের জন্য ডজন খানেক নাটকও অনুবাদ করেন সৈয়দ মহিদুল।

এমএম/