ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

নর্দান ইউনিভার্সিটিতে আয়োজিত হলো ‘টেক্সটাইল কার্নিভাল-২০২২’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪১ পিএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার

বাংলাদেশের বৃহত্তম বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম ক্ষেত্র তৈরি পোশাক খাত। এই খাতকে এগিয়ে নিতে লাখ লাখ শ্রমিকের পাশাপাশি অসংখ্য টেক্সটাইল ইঞ্জিনিয়ার কাজ করে যাচ্ছেন নিরন্তর। তাদের কাজের প্রতি সম্মান জানাতে এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজের ক্ষেত্র ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নর্দান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত হয়েছে ‘টেক্সটাইল কার্নিভাল ২০২২’।

সোমবার (২২ অগাস্ট) সকালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ আনোয়ার হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডঃ নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমোডর এম মনিরুল ইসলাম এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের সাবেক ডিন প্রফেসর ডঃ জুলহাস উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব মোঃ তানজিম হোসেন।

আলোচনার পাশাপাশি ছিল ফ্যাশন শো, কুইজ কনটেস্ট, টেক্সটাইল বাংলার ঐতিহ্য শিরোনামের ম্যাগাজিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নিজস্ব জার্নালের মোড়ক উন্মোচন পর্ব।  

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে  অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরএমএ/এএইচ