ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বরিশালে ১০ দফা দাবিতে লঞ্চ শ্রমিকদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার

বেতন সর্বনিম্ন ২০ হাজার টাকা, কর্মরত অবস্থায় মৃত্যু হলে ১০ লাখ টাকার ক্ষতিপূরণ এমন দশটি দাবিতে সমাবেশের পর বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন। 

বুধবার (২৪ আগস্ট) অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশে সভাপত্বি করেন সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি শেখ আবুল হাসেম মাস্টার।

বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সাথে লঞ্চ মালিকরা ভাড়া বাড়িয়েছে। সেক্ষেত্রে লঞ্চ শ্রমিকদের বেতন বাড়ানো হয়নি। বর্তমান বর্ধিত বাজার পরিস্থিতিতে তাদের টিকে থাকা দায় হয়ে পড়েছে। এছাড়াও তাদের দীর্ঘ বছরের দাবি চাকরির নিয়োগপত্র আর কল্যাণ তহবিলের। তাও মালিকরা মানছেন না। 

এই দশ দফা দ্রুত কার্যকর করার দাবি তোলেন বক্তারা।

সমাবেশের পর নগরীতে বিক্ষোভ মিছিল করে তারা।

এএইচ