থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে অব্যাহতি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:২৭ পিএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে তার সরকারি দায়িত্ব পালন থেকে অব্যাহতি দিয়েছেন দেশটির সাংবিধানিক এক আদালত। বুধবার ( ২৪ আগস্ট) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী, দেশটিতে একজন প্রধানমন্ত্রী ৮ বছর দায়িত্ব পালন করতে পারেন। দেশটির বিরোধীদের অভিযোগ নির্ধারিত সময়ের চেয়ে বেশি ক্ষমতায় রয়েছেন ওচা। এ নিয়ে আদালতে মামলা করা হয়।
থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী ২০১৪ সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। ২০১৯ সালে একটি সামরিক সরকারের নির্দেশিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখেন। এই মামলার রায় না হওয়া পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সাময়িক স্থগিত করেন আদালত। গত কয়েক বছর ধরে বিরোধীদের তোপের মুখে রয়েছেন ওচা। যদিও গত মাসে অনাস্থা ভোটে বিজয়ী হন তিনি।
আদালত জানায়, এ সময় সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করা হবে। বর্তমান উপ-প্রধানমন্ত্রী প্রাবিত ওংসুওয়ান এই দায়িত্ব পালন করতে পারেন।
এমএম/