ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বাপ্পি লাহিড়ির শেষ রিয়্যালিটি শো আসছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

সঙ্গীত জগতের কিংবদন্তী শিল্পী বাপ্পি লাহিড়ি। সুর, লয়, তাল ও কন্ঠের ক্যারিশমায় দিয়েছেন একের পর এক অসাধারণ গান। তবে তিনি অসময়েই ছেড়েছেন তার ভালোবাসার জগতকে, শুধু তাই নয় ছেড়েছেন পৃথিবীকেও। আর তার মৃত্যুর ছ’মাস পর এবার আসতে চলেছে তারই শেষ রিয়্যালিটি শো।

দেখতে দেখতে ছ’মাস পার। ১৬ ফেব্রুয়ারি আচমকাই আসে খবরটা। বাপ্পি লাহিড়ি আর নেই। তিনি নেই, কিন্তু তার গানের মধ্যে দিয়ে তিনি রয়ে গিয়েছেন ভীষণ ভাবে। 

জানা গেছে, এবার সম্প্রচারিত হতে চলেছে বাপ্পি লাহিড়ির শেষ গানের রিয়্যালিটি শো। যে শোয়ের নাম ‘সুর কা একালব্য’। শুধু বাপ্পি লাহিড়ি নয়, বিচারকের আসনে দেখা যাবে ইসমাইল দরবার, যতীন পণ্ডিতকে। এই অনুষ্ঠান দেখা যাবে দূরদর্শনে। নতুন ভাবনায় তৈরি হয়েছে এই নতুন শো। প্রতিযোগীদের প্রশিক্ষণ দেবেন তারাই।

৭০ থেকে ৮০-র দশকে হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ি। বলিউডে ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’ প্রভৃতি সিনেমার সুর দিয়েছেন। গেয়েছেন বহু গান। ২০২০ সালে তার শেষ গান ‘বাগি- ৩’ সিনেমার জন্য।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎই ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’ (ওএসএ)-য় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গোটা জানুয়ারি মাস তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।
সূত্র: আনন্দবাজার অনলাইন 
আরএমএ/ এসএ/