ক্রয়-বিক্রয়ের কালে বিদেশি রিভলবারসহ আটক ২ যুবক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪২ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ক্রয়-বিক্রয়ের সময়ে একটি বিদেশি রিভলবার ও নগদ টাকাসহ দুই যুবককে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প।
বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় র্যাব-১৪। এর আগে বুধবার রাতে জেলা শহরে ঘাটুরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খৈয়াসার গ্রামে মৃত মোঃ শামসু মিয়ার ছেলে মান্না (২৫) এবং শহরের কাজীপাড়া মৌলভী হাটির মোঃ সামসু উদ্দিনের ছেলে শফিউল আলম সাগর (২৪)।
ভৈরব র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে অভিযান পরিচালনা করেন। এসময় একটি বিদেশি রিভলবার ও অস্ত্র ক্রয়ের জন্য আনা নগদ আট হাজার পাঁচশত টাকাসহ মান্না ও শফিউল আলম সাগরকে আটক করা হয়।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান র্যাব কর্মকর্তা।
এএইচ